Display content on modal window with Tingle Js

tingle.js হল পিওর জাভাস্ক্রীপ্টে লেখা একটা মোডাল প্লাগিন যা দিয়ে জেকুয়েরি ছাড়াই খুব সহজেই মোডাল কনটেন্ট ডিসপ্লে করতে পারবেন।

লিংক: http://robinparisi.github.io/tingle/

ব‍্যবহার খুবই সহজ। প্লাগিনটার সিএসএস এবং জেএস ফাইল কল করে মার্কআপ করতে হবে। তারপর জাভাস্ক্রীপ্টে একটা ভেরিয়েবলে মোডালের সেটিংসগুলো নিতে হবে এবং পরবর্তর্ীতে যে বাটনের ক্লিক ফাংশনে মোডাল আনতে চান সেখানে একটিভেট করতে হবে।

থাকছে আরও কিছু সিম্পল API যা দিয়ে এজাক্স ডেটাও নিতে পারবেন। যেমন ধরুন ইউটিউব প্লে, বড় সাইজের ইমেজ লোড বা অন‍্য যে কোন এপিআই থেকে এজাক্স রিকোয়েস্ট।

আমি আমার কয়েকটি প্রজেক্টে এটা ব‍্যবহার করেছি। খুবই ভালো কাজ করে।

English Version:

tingle.js a modal plugin is written in pure javascript. Using which you can easily display modal content without jQuery.

Source link: http://robinparisi.github.io/tingle/
It is very easy to use. You need to call CSS and JS of this plugin while marking up.  You need to take all settings in Javascript variable, and then use that function where you want to activate the function to be modal.

You will be able to take some more data for Ajax with simple API. YouTube Play For example, large-sized load images or any other Ajax requests to the API.

I’ve used it in my several projects. Works very well.

 

Collected from: Rasel Ahamed Facebook post.

Just copied it here so that I can easily find and use it later.